1:56 am, December 24, 2024

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

প্রবাহ ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। রুবেল ছাড়াও এ ঘটনায় আহত গাড়ির চালক ও রুবেলের সহকারী ওমর ফারুক (৪৫) ও কবির হোসেন (৪০)। মাদারীপুরে ঘটে এ দুর্ঘটনা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনার শিকার হন রুবেল।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটি। এ সময় তার ব্যবহৃত গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় রুবেলও আহত হয়েছেন। বাকীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল এখন সুস্থ আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img