প্রবাহ ডেস্ক :
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তিন, চার, পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছি না, আবার কেউ যদি বলে ছয় মাস- এর মতো অযৌক্তিক কোন কথা হতে পারে না।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০০ দিনে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি, তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের অবস্থান আরও ভাল হতো। সকল রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে এই মুহূর্তে সহযোগিতা করা উচিৎ।
তারা যদি সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। নির্বাচন দ্রুত হবে।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের দেশে আরও কয়েকটি দল দরকার। কারণ যত দল বাড়বে তত জবাবদিহিতা বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে মাইনাস টু ফর্মুলা বাদ দিয়ে প্লাস টু ফর্মুলা করতে হবে। তাহলেই দেশ দ্রুত আগাবে।
তিনি বলেন, আমরা মনে করি, ১০০ দিনে এই সরকারের কাছে যতটুকু আশা করেছিলাম সে অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু এই ১০০ দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো, যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতো।
এ দেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে নিজের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য পায় সে দিকেই দেখে।
সারজিস আলম আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন কমিশন, স্বচ্ছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার। যথাযথ যৌক্তিক সময় দরকার সরকারের।
ছয় মাস সরকারের জন্য কোনো যৌক্তিক সময় হবে না। তেমনি আবার তিন থেকে পাঁচ বছরের মেয়াদকালও যৌক্তিক হবে না।
টা/প্র/অন্তু/(১৮ নভেম্বর)।