প্রবাহ ডেস্ক :
বিভূতিভূষণের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে সত্যজিৎ রায়ের বিশ্বখ্যাত চলচ্চিত্রে দুর্গা চরিত্রে অভিনয় করেন যিনি। পথের পাঁচালী ছবিতে যাঁকে দেখা যায় অপুর সঙ্গে ট্রেন দেখতে। পুঁতির মালা চুরির অপরাধে মা’র কাছে মার খেতে। ঝুম বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলতে।
যাঁর মৃত্যুদৃশ্য দেখে থেমে যায় দর্শকের হৃৎস্পন্দন। চোখ জলে ঝাপসা হয়ে যায়। সেই অভিনেত্রী উমা দাশগুপ্ত অন্যপারে যত্রা করলেন। ভারতের আনন্দবাজার পত্রিকা তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।
তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন আজ সোমবার (১৮ নভেম্বার) ভারতীয় সময় সকাল ৮টায় তাঁর মৃত্য হয়।