প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইল জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ সাধারণ শ্রমিকেরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় অফিসে আটকা পড়ে বর্তমান কমিটির সহ-সভাপতি আবদুস সামাদ গুরুতর আহত হয়।
এ ছাড়াও সাধারণ শ্রমিকদের মারধরে আহত হয় আরো দুই জন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।