প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, ইউএনডিপি এবং ইএসডিও এর সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো.শিহাব রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ।
সমন্বয় সভায় গ্রাম আদালত সম্পর্কে আউটরিচ বা প্রচার কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা আয়োজনের উদ্দেশ্য, প্রকল্পের কার্যাবলী, গ্রাম আদালতের মাধ্যমে মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির পরিসংখ্যান, উপজেলা ভিত্তিক মামলার লক্ষ্যমাত্রা অর্জনের হার, গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ, গ্রাম আদালতে বিচারযোগ্য দেওয়ানী মামলাসমূহ সম্পর্কে আলোচনা হয়।