1:03 am, December 24, 2024

স্ত্রী শ্রীময়ী কাঞ্চনের জীবনে বড় ফ্যাক্টর

প্রবাহ ডেস্ক :

নানারকম কাদা ছোড়াছুড়ির পর গত ফেব্রুয়ারি মাসে টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক। বিয়ের আট মাসের মাথায় কন্যা সন্তানের বাবা হয়েছেন ৫৪ বছর বয়সি এই অভিনেতা। বাবা হতে যাওয়ার খবরটি অবলীলায় চেপে রেখেছিলেন কাঞ্চন।

বাবা হওয়ার পর দারুণ সময় পার করছেন কাঞ্চন মল্লিক। মেয়ে হওয়ার আনন্দ সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, “এটা সত্যি মেয়ে হওয়ার চেয়ে বড় খবর এই মুহূর্তে আর কিছু নেই। সদ্যোজাতের আগমনে আমি ও শ্রীময়ী দু’জনেই খুব খুশি।

প্রেম-বিয়ে-সন্তান— তিনটি বিষয় নিয়েই লুকোচুরি খেলেছেন কাঞ্চন মল্লিক। তাই জানতে চাওয়া হয়, আপনার প্রিয় খেলা কি লুকোচুরি? জবাবে কাঞ্চন মল্লিক বলেন, ছেলেবেলা থেকে ক্রিকেট আমার ভীষণ প্রিয়। লুকোচুরি খেলতে ভালোবাসি না। এটা আমার জীবন। বিয়ে থেকে সন্তান— এগুলো তো আমার আর শ্রীময়ীর স্বপ্নের বাস্তবায়ন।

কিছু জিনিস একটু ব্যক্তিগত থাকাই ভালো। তবে আমাকে ভালোবেসে সবাই ‘পাবলিক’ করে দেয়।

স্ত্রী শ্রীময়ী চট্টরাজ আপনার জীবন কতটা বদলে দিয়েছেন? উত্তরে কাঞ্চন মল্লিক বলেন, ও আমার জীবনকে ফরম্যাট করে দিয়েছে। বিপদে পাশে থেকেছে; আমাকে মাঝপথে ছেড়ে যায়নি। সে জন্যই শ্রীময়ী আমার জীবনে বড় ফ্যাক্টর।

পরকীয়া, বিচ্ছেদ ও বিয়ের ঘটনায় তুমুলভাবে সমালোচিত হয়েছেন কাঞ্চন মল্লিক। তার কাছে জানতে চাওয়া হয়, ‘এক্স=প্রেম, ট্রল=কাঞ্চন-শ্রীময়ী?’ উত্তরে কাঞ্চন মল্লিক বলেন, “নিজেকে কি খুব জনপ্রিয় বলব— আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে নিজেকে এ প্রশ্ন করি।

এমনকি আমি আর শ্রীময়ী পরস্পরকে জিজ্ঞাসা করি পৃথিবীতে কি আর কোনো সমস্যা নেই? তবে আমাদের নিয়ে এত আলোচনা কেন? আমাদের নিয়ে যদি ভাবতে ভালো লাগে, তা হলে বারণ করব না।

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল।

এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী।

বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়ে। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথা বলেছেন শ্রীময়ীও। তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না এই অভিনেত্রী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img