প্রবাহ ডেস্ক :
“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এসো মিলি প্রাণের বন্ধনে” শ্লোগানে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে টাঙ্গাইল টিচার্স ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সরকারী সা’দত কলেজের প্রাক্তন শিক্ষার্থী, যারা শিক্ষকতায় জড়িত তাদের আয়োজনে শুরুতে কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল টিচার্স ফোরামের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুরুতে উপজেলা ভিত্তিক শিক্ষকরা বন্ধুদের মাঝে নিজ পরিচয় ও কলেজের জীবনের কততম ব্যাচ তা জানিয়ে সবার সাথে মিলিত হন।
সা’দত কলেজের স্মৃতিময় দিনগুলি নিয়ে আরো যারা বক্তব্য রাখেন তারা হলো- টাঙ্গাইল টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ তালুকদার, ঘাটাইল জিবিজি কলেজের অধ্যাপক খন্দকার জাহিদুল ইসলাম, আরফান খান মেমোরিয়াল কলেজের প্রভাষক শেখ মোহাম্মদ আবু তাহের, সরিয়াদাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোশাহিদুল ইসলাম সবুজ, সা’দত কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের সঞ্চালায় ছিলেন, বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বন্যা আক্তার। মধ্যাহৃ ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা সংগীত পরিবেশন করেন।