1:59 am, December 24, 2024

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে টাঙ্গাইলে স্মরণসভা অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জিয়াউল ইসলাম চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এম. জহিরুল হায়াত, সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রিদওয়ান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগন ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতরা ও শহিদদের পরিবারের সদস্যদগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়ে শহিদ হয়েছেন তাঁদের পরিবার এবং যারা রক্ত দিয়ে আহত হয়েছেন তাঁদের পাশে বর্তমান সরকার আছে এবং ভবিষ্যতেও থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img