1:52 am, December 24, 2024

হিন্দু ধর্মের হয়েও মসজিদ নির্মাণ, প্রশংসায় ভাসছেন জেল সুপার

প্রবাহ ডেস্ক :

সনাতন ধর্মাবলম্বী জেল সুপার মসজিদ নির্মাণ করে মুসুলিদের ভূয়সী প্রশংসায় ভাসছেন। ৬ বছর আগে মাদারীপুরে নতুনভাবে কারাগার নির্মাণ করা হয়। কিন্তু এর আশে পাশে কোনো মসজিদ না থাকায় কারাগারের কর্মকর্তা-কর্মচারী, বন্দিদের দেখতে আসা আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের নামাজ পড়তে অসুবিধা হতো।

এই চিন্তা থেকেই মাদারীপুর জেল সুপার তুহিন কান্তি খাঁন নিজ উদ্যোগে বিভিন্ন মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে নির্মাণ করে দিলেন দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ। নির্মাণ করা হয়েছে ওযুখানা, শৌচাগার, গোসলখানা, ইমাম-মুয়াজ্জিনের আবাসন, দৃষ্টিনন্দন টাইলস দ্বারা সবকিছু করা হয়েছে নিপূণভাবে। কারাগারে প্রবেশের আগে ডান পাশে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

৩০ লাখ টাকা ব্যয়ে মাত্র ৪ মাসেই মাদারীপুর কারা জামে মসজিদ নির্মাণ করায় সবাই খুশি। মসজিদে এক সাথে ২ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদ নির্মাণ করায় বন্দিদের স্বজন, কারাগারের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন হিন্দু সম্প্রদায়ের জেল সুপার তুহিন কান্তি খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে প্রথমে কারাগার প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সালে। তখন কারাগারটি ছিল শহরের শকুনী লেকের পূর্ব পাড়ে পুলিশ লাইনের পাশে। কারাগারটি পুরাতন ও আকারে ছোট হওয়ায় বন্দিদের থাকতে কষ্ট হয়।

সে জন্য ২০১৮ সালে মাদারীপুর শহরের পাশে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকায় সাড়ে ১৩ একর জায়গার উপর নতুন করে কারাগার নির্মাণ করা হয়। কারাগারটি ২০১৮ সালে উদ্বোধন করা হলেও বন্দি স্থানান্তর করা হয় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। নতুন এই কারাগারের বর্তমানে বন্দিদের ধারণ ক্ষমতা ৫০৭ জন। যার মধ্যে পুরুষ বন্দি ৪৪৭ জন এবং মহিলা বন্দি ৬০ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img