প্রবাহ ডেস্ক :
বিএনপির সাবেক উপ-মন্ত্রী, ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইল বাসী আজ খুবই আনন্দিত।
টাঙ্গাইল জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা বলেন, মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবব্ধ রেখে ছিলো আব্দুস সালাম পিন্টুকে। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় রবিবার আমরা ন্যায় বিচার পেলাম। আমরা টাঙ্গাইল বাসী আজ অনেক আনন্দিত।