প্রবাহ ডেস্ক :
ছাত্র জনতার অঙ্গীবার, নিরাপদ সড়ক হোক সবার” শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে নিরাপদ সড়ক চাই ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা শাখা কমিটি।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে শুরুতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে র্যালী ও সমাবেশ অনুষ্ঠানের পর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও সমাবেশ, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ ও নাজমুস সালেহীন, সাধারণ সম্পাদক মহিবুজ্জামান মুক্তা, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক চাঁদ সুলতানা ও সাংস্কৃতিক সম্পাদক সেরাজুম মনিরা ও কার্যকরী কমিটি সদস্য শহিদুল ইসলাম ভূঁইয়া ও মাহবুব আলম।