1:48 am, December 24, 2024

টাঙ্গাইলের করটিয়ায় প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

বিশ্বে হবো সেরা জাতি নিজকে প্রথম গড়বো খাঁটি” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ীর রোকেয়া মহলে লাইটহাউজ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকালে করটিয়া লাইটহাউজ স্কুল এন্ড কলেজ আয়োজিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

শুরুতে স্বাগত বক্তব্য প্রধান করেন সাবালিয়া আদর্শ হাইস্কুল এন্ড কলেজের সভাপতি আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরোজ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বৃটেন মানসিক হাসপাতালের প্যারেন্টি কনসালটেন্ট সাবেক উপ-পরিচালক জিয়াউল হক ও লন্ডন থেকে অনলাইনে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কলসালটেন্ট, লেখক ও গবেষক ড. মোঃ আব্দুল বারী।

হারুনুর রশীদের সভাপতিত্বে মো. জোবায়েরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লাইটহাউজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক যথাক্রমে জাহানুর চৌধুরী ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ছাড়াও প্রায় ২০০ জন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img