6:11 pm, December 23, 2024

চিত্রনায়িকা পরীমণি’র সিঁথিতে সিঁদুর

প্রবাহ ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে ‘ফেলুবক্সী’র মধ্যদিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) কলকাতার সিনেমায় আত্মপ্রকাশ ঘটবে পরীর। তারই ধারাবাহিকতায় এবার সামনে এসেছে পরীমণির সিনেমার লুক। এতে এবার বাংলার এই চিত্রনায়িকা অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।

সম্প্রতি পরী তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে নায়িকা হাজির হয়েছেন- কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে।

ক্যাপশনে লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে।

বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।

এ দিকে, দেবরাজ সিনহার পরিচালনায় সিনেমাতে পরী ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে।

মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।

সিনেমায় ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। আর পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, যা রহস্যময় এক চরিত্র।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img