5:22 pm, December 23, 2024

৩২ মামলা, অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী

প্রবাহ ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

এই মামলাগুলো মূলত ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত।

এটিসির বিশেষ বিচারক আমজাদ আলী শাহ ১৩ জানুয়ারি পর্যন্ত তার জামিন অনুমোদন করেন। এটি ইমরানের স্ত্রীর জন্য সাময়িক স্বস্তিদায়ক হলেও আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

বুশরার বিরুদ্ধে রাওয়ালপিন্ডি, অ্যাটক ও চকওয়ালের বিভিন্ন থানায় মামলা করা হয়েছে। এ দিন শুনানির সময় তিনি আদালতের কক্ষে উপস্থিত ছিলেন এবং তার জামিন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জামিন বন্ড জমা দেন।

জামিন মঞ্জুর হওয়ার পর বুশরা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তার পরবর্তী হাজিরা জানুয়ারির মাঝামাঝি সময়ে।

এর আগে ইমরান খান জানিয়েছেন, সরকার যদি দাবি না মানে তাহলে তিনি প্রবাসীদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।

পিটিআইয়ের দাবির মধ্যে অন্যতম হলো কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ৯ মের দাঙ্গা ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।

সূত্র: জিও নিউজ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img