7:45 pm, December 23, 2024

হেলিকপ্টারে চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ করলেন ছেলে আয়নাল

প্রবাহ ডেস্ক :

বৃদ্ধ মায়ের ইচ্ছে ছিল জীবনে একবার হেলিকপ্টারে চড়বেন। তিনি তার ইচ্ছের কথা জানান সৌদি আরব প্রবাসী ছেলে আয়নাল হককে। মায়ের সেই ইচ্ছে বাস্তবায়ন করতে বৃদ্ধা মাকে হেলিকপ্টারে চড়ালেন ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে মাকে নিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন আয়নাল।

প্রবাসী আয়নাল হকের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী আয়নাল হক বলেন, আমি প্রায় ২২ বছর যাবত সৌদি আরবে থাকি। সর্বশেষ ৪ বছর আগে ছুটিতে দেশে যাওয়ার পর আমার মা তার ইচ্ছার কথা জানান। তারই ধারাবাহিকতায় কিছু দিন আগে ওমরা হজ পালনের উদ্দেশ্যে আমার মা কমলা খাতুন, স্ত্রী রত্না আক্তার ও আমার ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে যাই।

ওমরা পালন শেষে মায়ের ইচ্ছা অনুযায়ী হেলিকপ্টারে চড়িয়ে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আমি খুব আনন্দিত। মায়ের এ ছোট স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে।

এ সময় প্রবাসী আয়নাল হকের মা বলেন, আমার ছেলেরও ইচ্ছা ছিল আমাদেরকে ওমরা হজ পালন শেষে মক্কা মদীনা দেখাইয়া হেলিকপ্টারে কইরা দেশে আনবো। আজকে সেই স্বপ্ন পূরণ করেছে আমার ছেলে।

প্রবাসী আয়নাল হকের ভাতিজা মেহেদী হাসান জানান, আজ সকালেই আমার দাদিসহ পরিবারের অন্যান্য সদস্যরা সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরে আসেন। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে নিয়ে আসি। আমার দাদীর স্বপ্ন পূরণ হয়েছে এবং গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছেন। তাতেই ভালো লাগলো।

এ দিকে হেলিকপ্টার দেখতে এলাকার কয়েকশো উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা বলছেন, মায়ের স্বপ্ন পূরণে প্রবাসী ছেলের এমন উদ্যোগ তাদের জন্য সম্মান বয়ে এনেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img