প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাফনের ৫ মাস পর মোন্নাফ (২৪) নামে এক প্রবাসীর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
সোমবার দুপুরে মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে কালিহাতীর এসিল্যান্ড সিফাত বিন সাদেক ও কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলামের উপস্থিতিতে ধলাটেংগর গ্রামের গোরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। মুন্নাফ আলী ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
গত (১৩ জুলাই) মুন্নাফ ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর ধলাটেংগর এলাকায় সড়ক দুর্ঘটনা অভিযোগ উঠে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে মারা যায়। পরে স্থানীয়রা তাকে গ্রামে নিয়ে এসে গত (১৪ জুলাই) দাফন করেন। লাশ গোসল করার সময় হত্যা অভিযোগ উঠে।
এ ঘটনায় মোন্নাফ আলীর পিতা মোজাম্মেল বাদী হয়ে ধলাটেংগর গ্রামের আব্দুল বাছেদের ছেলে বাবলু মিয়া (২৩) আবুল কাশেমের ছেলে শাকিল (২১) ও রহিম বাদশা (২৫)কে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন। আদালত মামলাটি কালিহাতী থানা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করে।
পিতা মোজাম্মেল জানান, মোন্নাফকে হত্যা করে সড়ক দুর্ঘটনায় চালিয়ে ভিন্নখাতে প্রবাহিত করছে অভিযুক্তরা। মৃত মোন্নফের উভয় পায়ের গুড়ালীতে রগ কাটা ডান পায়ের হাঁটুর নিচের পিছনের ও সামনের অংশ মারাত্মক কাটা রক্তক্ষরণ হয়েছে। এ সব আলামত দেখেই প্রমাণ পাওয়া যায় তাকে হত্যা করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শরিফুল ইসলাম জানান, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশনানুযায়ী লাশ তুলে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।