প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মিনিবাস বিভাগের সম্পাদক শফিউল তুষার। এ সময় জেলা বাস মিনিবাস মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।