6:52 pm, December 25, 2024

১৮ বছর বয়সেই ভাতা পাবেন হিজড়া জনগোষ্ঠী

প্রবাহ ডেস্ক :

এখন থেকে ১৮ বছর বয়স হলেই ভাতা পাবেন হিজড়া জনগোষ্ঠীর মানুষ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর পদক্ষেপ ট্রেনিং ইনস্টিটিউটের হল রুমে বেসরকারি প্রতিষঠান আশার আলো সোসাইটির উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাভার সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ্দুজামান প্রধান এ কথা জানান।

এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ, কর্নিওয়াল হেলথ কেয়ারের ডা. সাইফুল নবী ইভান, সম্ভব ফাউন্ডেশনের সভাপতি অনিন্দিতা আফরা বাবুনিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা লেখাপড়া, চিকিৎসা, সরকারি চাকরি, উদ্যোক্তা হওয়াসহ সমাজে প্রতিষ্ঠিত হতে সুযোগ-সুবিধা ও তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর অনুরোধ করেন।

মো. শহীদ্দুজামান বলেন, ভাতা পেতে এখন আর ৫০ বছর হতে হবে না। এখন ১৮ বছর বয়সেই ভাতা পাবেন হিজড়া জনগোষ্ঠীর মানুষ। চিকিৎসা বা ভাতা পাওয়ার জন্য চিকিৎসকের কাছে গিয়ে যেন কোনো বাধা না থাকে তেমন ব্যবস্থা করা হয়েছে।

মো. আনোয়ার হোসেন বলেন, দেশে দেড় দুইলাখ হিজড়া জনগোষ্ঠীর মানুষ যাদের সঠিকভাবে প্রশিক্ষণ করালে তারা নিজেদের উন্নতির পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img