1:02 am, December 27, 2024

টাঙ্গাইলে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আল আমিন (২৭), কালিহাতী থানার সিংগুরিয়া গ্রামের নুরু ইসলামের ছেলে রায়হান আহমেদ লিজন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৫) ও মজিবুল হকের ছেলে হাসান (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় দুটি ডাকাতির মামলা হওয়ায় টাঙ্গাইল জেলা পুলিশ অভিযানে নেমে (২২ ডিসেম্বর) শহরের আশেকপুর থেকে আল আমিন ও কালিহাতী থেকে লিজনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত আল আমিনের তিন দিন ও লিজনের দুই রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরো জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের তারা আশরাফ হোসেন ও হাসানের তথ্য দেন।

পরে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে আশরাফ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিনের নামে বিভিন্ন থানায় কমপক্ষে ২৭টি মামলা রয়েছে।

তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সব মামলায় আল আমিন একাধিকবার কারাভোগ করেছেন।

পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img