1:10 am, January 3, 2025

রাতের আধারে ভেঙ্গে ফেলা হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের এক পাশে স্থাপিত ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতের আধারে ম্যুরালটি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পৌর উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

আর দুই পাশে ছিলো জাতীয় চার নেতার প্রতিকৃতি ছবি।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কিছু ব্যক্তি এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে ম্যুরালটি ভেঙে ফেলে।

ছাত্র-জনতার আন্দোলনে গত (৫ অগাস্ট) শেখ হাসিনা সরকারের পতনের দিনও হামলা হয়ে ছিল এই ম্যুরালে।

তাতে ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার (ওসি) তানভীর আহাম্মেদ জানান, ম্যুরালটি ভেঙ্গে ফেলার বিষয়ে কিছু জানিনা।

আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। এই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

টা/প্র/অন্তু (৩১ ডিসেম্বর)।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img