প্রবাহ ডেস্ক :
হ্যাপি নিউ ইয়ার! শুভ নববর্ষ ২০২৫। এক বছরের ‘আনন্দ-বেদনা,আশা-নৈরাশ্য আর সাফল্য ব্যর্থতার পটভূমির ওপর আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ নতুন বছরে পর্বতদৃঢ় একতায় সর্ব বিপর্যয়-দুঃসময়কে জয় করবে অজেয়-অমিত শক্তি নিয়ে’ -এ সংকল্পের সোনালী দিন আজ।
যে বছরটি হারিয়ে গেল, খসে পড়লো ক্যালেন্ডারের পাতা থেকে, তার সবই কি হারিয়ে যাবে? মুছে যাবে পলাতক সৃতির মত ? না, সব কিছু মুছে যায় না। দেড় দশকের স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের আলোড়ন আর তোলপাড় করা ঘটনাবহুল ২০২৪-এর রেশ নিয়েই মানুষ এগিয়ে যাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণের লক্ষ্যে।
অনেক ঘটনা মুছে যাবে বিস্মৃতির ধুলোয়। যে প্রত্যাশার বিশালতা নিয়ে ২০২৪-এর প্রথম দিনটিকে বরণ করা হয়েছিল, সেই প্রত্যাশার সব কি পূরণ হয়েছে ? এই প্রশ্নকে সমুখে নিয়ে সূচনা হলো আরও একটি বর্ষযাত্রা। সর্বক্ষেত্রে আশা-নিরাশার, আনন্দ-বেদনার দোলাচলের মাঝে নতুন বছরের কাছে অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী ২০২৪।
জাতীয় জীবনে নজিরবিহীন ডামি নির্বাচনের মধ্য দিয়ে আরম্ভ হওয়া বছরটি ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এবং স্বৈরাচার শেখ হাসিনার পতনের বছর হিসেবে অক্ষয়-অবিনশ্বর হয়ে অনন্তকালের জন্য আলোড়ন রেখে গেছে।
বিদায়ি বছর ২০২৪ সালে দেশের সবচেয়ে বড় এবং আলোচিত ঘটনা হলো ‘হাসিনার একতরফা বিরোধী দলহীন ভোটরঙ্গ থেকে সরকার পতন, ক্ষমতার মসনদ থেকে কাঠগড়ায় আওয়ামী লীগের দাম্ভিক প্রতাপশালী নেতা-নেত্রীরা,নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশের নতুন অভিযাত্রা।
১৬ বছরের ধারাবাহিক আন্দোলন ও জুলাই-আগস্ট বিপ্লবের মরণপণ লড়াইয়ে রক্ত-ত্যাগের মাধ্যমে অর্জিত ’দ্বিতীয় স্বাধীনতা’ অর্জনের মাহাত্ম্যকে সর্বান্তকরণে ধরে রেখে বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা, ভোটাধিকার-মানবাধিকার পুন:প্রতিষ্ঠা, সর্বস্তরে শান্তি-স্বস্তি নিশ্চিত করার এক ঐতিহাসিক অভিযাত্রার বছর।
হাসিনার গদি রক্ষায় তার শিখণ্ডী পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে অসম সাহস নিয়ে দাঁড়ানো রংপুরের আবু সাঈদের শাহাদাতসহ সহস্রাধিক শহীদ আর বেশুমার আহত-পঙ্গু ছাত্র-জনতার স্বপ্ন পূরণের জ্বলন্ত দিনলিপি হয়ে উঠবে এই নতুন বছর।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে মজলুম নেত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার কারামুক্তির পর তার বিদেশে সুচিকিৎসা- সাফল্যের আশায় এই নতুন বছর দলের নেতা-কর্মীদের জন্য বড় আনন্দের।
হাসিনার দণ্ডকারণ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসন ও মিথ্যা মামলায় বানোয়াট সাজা মুক্তির পর তার হিরন্ময় নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগণের লালিত স্বপ্ন পূরণের বছর হতে পারে নতুন বছর।
ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্য পূরণে দেশে সকলের ভেদাভেদহীন লৌহ ঐক্য অটুট রাখার সর্বোচ্চ প্রত্যাশায় নতুন দিন শুরু হলো আজ। বিশ্বাসী মানুষ নতুন আশায় বুক বেধেছেন।
টা/প্র/অন্তু (১ জানুয়ারি)।