12:04 pm, January 4, 2025

টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেলেন বিএনপির সম্পাদকসহ আসামিরা

প্রবাহ ডেস্ক :

২০১৫ সালের টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ আসামিরা।

আজ বুধবার (১ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন।

পরে এ বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিরা খালাস পান।

পিপি বলেন, মামলার বাদি ট্রাক চালক সিরাজগঞ্জের আরিফ মোল্লা ও সাক্ষীদের সাক্ষ্য আর আসামিদের নানচেনার কারণে মামলাটি খারিজ করেন বিচারক।

উল্লেখ, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চিতাখোলা পাড় নামক স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেয়।

এ ঘটনায় ওই রাতেই ১৪৩/১৪৪/৩৪১/৪২৭/৩২৩ ধারায় মামলা দায়ের হয়। ওই ট্রাকের চালক আরিফ মোল্লা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৫।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img