প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইলেকট্রিক মিডিয়া আরটিভিতে গত (২২ ডিসেম্বর) প্রচারিত বিএনপি নেতা কর্তৃক বৃদ্ধার জমি দখল শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক জেলা বিএনপি সদস্য হেলালুর রহমান খান। জমি দখলের প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে করা সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হেলালুর রহমান খান বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোন প্রকার সত্যতা নেই। এ অভিযোগ যে মিথ্যা তাহার সকল দলিল কাগজ-পত্র আমার কাছে রয়েছে।
সংবাদ সম্মেলনে হেলালুর রহমান খান বলেন, সম্প্রতি আরটিভিতে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক ভাবে হেয় করে স্বার্থ হাসিলের জন্য ঘাটাইল উপজেলা বিএনপির একাংশ কতিপয় লোক দিয়ে থানায় জমি দখলের মিথ্যা অভিযোগ করিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত ভিত্তিহীন সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি।
রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমি কারও জমি দখল করিনি বরং বিগত সরকারের আমলে আমাদের ব্যক্তিমালিকানাধীন জমি দখল করতে একাধিকবার পায়তারা করেছে কিছু সম্পদ লোভী লোক।
এ সময়ে এসে আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। বিএনপির রাজনীতি করায় একটি মহল আমার ব্যক্তিগত সুনাম ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার স্বার্থে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
সংবাদ সম্মেলনে জমির দলিলপত্র দেখিয়ে হেলালুর রহমান খান বলেন আমার ক্রয়কৃত জমির সকল মুল দলিল-পত্র এখানে আছে। ধাপে ধাপে তিনি সংবাদিকদের নিকট সে দলিলগুলো উপস্থাপন করেন।
তিনি আরও জানান এ বিষয়ে বিগত দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের আইনজীবিদের নিয়ে একটি গ্রাম্য শালিস হয়েছে। শালিসে আমার প্রাপ্য ৩.১০ একর ভূমি বুঝিয়ে দেয়, আমি ভোগ দখলে আছি।