12:27 am, January 8, 2025

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের সাথে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময় 

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে নবগঠিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

রবিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ-সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, নবগঠিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ জেলা, উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, গণমাধ্যমের সাথে জড়িত সকল সংবাদকর্মীদেরকে নবগঠিত কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সত্য ও ন্যায়ের পক্ষে আপনারা আপনাদের কলম চালিয়ে যাবেন।

কোনো গোষ্ঠীর কাছে যেন কোনো ভাবেই পূর্বের মতো আর কখনই কোনো গণমাধ্যম জিম্মি না হয় সে দিকে খেয়াল রেখে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে থাকবো, সত্যের পক্ষে আপনাদের কলম চালিয়ে নিলে এবং দেশের সকল অন্যায় অনিয়ম গণমাধ্যমে তুলে ধরলে দেশের সংস্কারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img