3:42 am, January 8, 2025

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার মিজানুর রহমানের যোগদান

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন তিনি।

টাঙ্গাইল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে শনিবার (৪ জানুয়ারি) টাঙ্গাইল জেলায় আগমন করলে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয়।

পরে তিনি টাঙ্গাইল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইলে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে জেলার সকল থানা এলাকা নিরাপদ গড়ে তোলার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, নিরাপদ চলাচল অব্যাহত রাখতে, জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তথা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণ এবং সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img