8:36 pm, January 7, 2025

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান টাঙ্গাইলবাসীর সহযোগিতায় সঠিক পরিকল্পনা নিয়ে অপরাধ দমন এবং সুষ্ঠ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে জেলাবাসীদের শান্তিতে রাখতে চান।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এ কথাগুলো বলেন।

তিনি বলেন, মাদক সম্পূর্ন নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদক গুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়া সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয় গুলো নিয়েও কাজ করবে।

তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলার ক্রীড়াঙ্গন যেন সচল থাকে এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্যোম ফিরে আসে সে ব্যাপারেও কাজ করবো। তিনি সর্বশেষ গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শরফুদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদসহ অন্যান্য সাংবাদিকরা।

পুলিশ সুপার মিজানুর রহমান টাঙ্গাইল জেলা পুলিশের ৪০তম পুলিশ সুপার। তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশ পুলিশ একাডেমী হতে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর এএসপি হিসেবে তিনি র‌্যাব এ পদায়িত হন।

এরপর সিনিয়র এএসপি হিসেবে ঝালকাঠি সদর সার্কেল এবং অ্যাডিশনাল এসপি হিসেবে পিবিআই, নাটোর জেলা পুলিশ, নৌ-পুলিশ, চাঁদপুর জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

তিনি পুলিশ সুপার হিসেবে ৪ বছরেরও অধিককাল শিল্পাঞ্চল-৫, ময়মনসিংহ এবং শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুর এর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।

চাকুরীকালীন তিনি দেশে এবং বিদেশে ১৫টির অধিক গুরুত্বপূর্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দুইবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদান এবং কঙ্গোতে পিসকীপার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

পেশাদারিত্বপূর্ন পুলিশিং এর স্বীকৃতিস্বরুপ তিনি বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ এবং তার শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন। তার নিজ জেলা সাতক্ষীরা। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img