4:45 pm, January 8, 2025

টাঙ্গাইলে ঢাকা জজ কোর্টের পিপি রাহাতকে সংবর্ধণা

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে এডভোকেট সারোয়ার কায়ছার রাহাত ঢাকা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পাওয়ায় সংবর্ধণা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জাতীয়তাবাদী নাগরিক ফোরামের উদ্যোগে মালঞ্চ হল মোড় মিয়া বাড়ী এলাকায় সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি ছিলেন- সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারণ ইজাজুল হক সবুজ প্রমুখ।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার অনুষ্ঠান সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img