12:16 pm, January 9, 2025

মিথ্যা ও হয়রানিমুলক মামলা বন্ধের দাবিতে টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

প্রবাহ ডেস্ক :

মিথ্যা ও হয়রানিমুলক মামলা বন্ধের দাবিতে টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের পৌর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

ছাত্র ফেডারেশন টাঙ্গাইল পৌর শাখার আহ্বায়ক আদিবা হুমায়রার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মুনঈমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ফাতেমা রহমান বীথি, প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর শাখার সদস্য আনিক হাসান, শিশির, অভ্যুত্থানে আহত ছাত্র সাদী রহমান সাদ, মিথ্যা মামলার ভুক্তভোগী নিলয় আহমেদ, মিথ্যা মামলার ভুক্তভোগী তাওহীদ ইসলামসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন- ২৪ এর অভ্যুত্থানের পর সারাদেশে আন্দোলনে যুক্ত থাকা সাধারণ ছাত্র-জনতার নামেও মিথ্যা মামলা করা হচ্ছে যার ফলে প্রকৃত অপরাধীরা মিথ্যা মামলার সুযোগ ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে।

জুলাইয়ের স্পিরিট  ধরে রাখতে হলে জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img