7:37 pm, January 9, 2025

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, খালি করা হলো কমলা হ্যারিসের বাড়ি

প্রবাহ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কাছাকাছি কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ইতোমধ্যেই ২৯০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে।

নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ৩০ হাজারেরও বেশি মানুষকে। আরও অন্তত ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর তাসের।

দাবানলের কারণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এক হাজারেরও বেশি বাড়ি পুড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভয়াবহ এমন দাবানলে পুড়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের লস অ্যাঞ্জেলেসের বাড়িটি খালি করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ওঠায় কমলা হ্যারিসের বাড়ির আশপাশের এলাকার লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কমলা বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন।

২০১২ সালে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকায় অবস্থিত ৩৫০ বর্গমিটারের বাড়িটি কিনেছিলেন কমলা হ্যারিসের স্বামী অ্যাটর্নি ডগলাস এমহফ। অভিনেত্রী গিনেথ প্যালট্রো এবং বাস্কেটবল তারকা লেব্রন জেমস তার প্রতিবেশী।

এ দিকে মার্কিন সংবাদমাধ্যম বলছে, দাবানলটি ১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২৯০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। পরে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, ৩০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

দাবানলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলছে এবং বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img