3:26 pm, January 11, 2025

মধুপুরে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আউশনারা থেকে সুমী আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের পূর্ব লাইনপাড়া এলাকায় তার ফুফুর বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে অত্র এলাকার বাসিন্দা জয়নুদ্দিনের মেয়ে।

সুমী আক্তার এ বছর আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষা দেয়ার কথা ছিল  বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

সুমীর বাবা জয়েন উদ্দিন জানান, সে প্রতিদিন রাতে পাশ্ববর্তী ফুফুর বাড়িতে আলাদা একটি রুমে একাই ঘুমাতো। প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও তার ফুফুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘুম থেকে না উঠার কারনে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। রুম থেকে কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, এই কিশোরী মেয়ের আত্মহত্যার ব্যাপারে প্রেম ঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পর তার লাশ মপরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img