9:34 pm, January 12, 2025

টাঙ্গাইল টাইগার্স ২-০ রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে সিরিজ জয়লাভ

প্রবাহ ডেস্ক :

মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে দু’দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের সাবেক খেলোয়াড় ও কোচ ইসলাম খানের টাঙ্গাইল টাইগার্স একাডেমী ২-০ তে সিরিজ জয়লাভ করেছে।

আজ রোববার (১২ জানুয়ারি) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমী ৮ উইকেটে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে।

সকালে টস জয়ী মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাটিং করে ৩১.২ ওভারে ১০ উইকেটে ৯৬ রান করে। দলের পক্ষে সামিন ২১, সুখন ১৫ ও সায়েম ১১ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষে রিহান ৭ রানে ৪টি উইকেট দখল করে।

এ ছাড়া শিমরোজ হাসান শিহাদ, ওলিউল্লাহ,নিরব, কাব্য প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমী ২০.৩ বলে ২ উইকেট হারিয়ে ৯৭ রান করে। দলের পক্ষে রিহান অপরাজিত-২২, তানজু-১৯, মেহেদী অপরাজিত-৪ ও রাফিত-৫ রান করে। বোলিংয়ে বিজিত মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী পক্ষে সাইম ও রাফি ১টি করে উইকেট দখল করে।

খেলা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইদুর রহমান, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের সাবেক ক্রিকেটার ও রাইজিং ক্রিকেট টিমের কোচ আতিকুর রহমান।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর কোচ ইসলাম খান।

উল্লেখ্য, শনিবার (১১ জানুয়ারি) জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন উদ্বোধনের পর ১ম ম্যাচে টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমী ৩১ রানে জয়লাভ করে।

খেলায় আম্পায়ার ছিলেন- স্বপন কুমার দত্ত ও জুয়েল রানা।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img