8:57 pm, January 15, 2025

মধুপুরে বাংলাদেশ স্কাউট উপজেলার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

নানা আয়োজনের মধ্যে দিয়ে  বাংলাদেশ স্কাউট মধুপুর শাখার ত্রি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল জেলার সহকারি পরিচালক মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, টাঙ্গাইল জেলার লিডার ট্রেইনার আবু সিদ্দিক এলটি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ, জেলা সদস্য মো. খায়রুল ইসলাম প্রমুখ।

ত্রি- বার্ষিক সম্মেলন নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন কে সভাপতি নির্বাচন করা হয়। পরে সহসভাপতি মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, আউশনারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আজিজুর রহমান, রাম জীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এরশাদুল্লাহ,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জীবনান্দন ঘোষ, তরিকতে সুন্নতিয়া আউশনারা লাইন পাড়া দাখিল মাদরাসার মো. মহসিন।

কমিশনার দিগর বাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তারেকুল ইসলাম, কোষাধ্যক্ষ আর্দশ ইসলামিয়া ফাজিল মাদরাসার আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক বানুরগাছি উচ্চ বিদ্যালয়ের  হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক দিগল বাইদ বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াদুদ কবির, গ্রুপ কমিটির সভাপতি এসএম আবুল বাশার, মো. মাহমুদুল হাসান মিয়া, মিজানুর রহমান ও রাবেয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদ ছাড়া সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ নির্বাচিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img