9:20 pm, January 18, 2025

না ফেরার দেশে চলে গেলেন শতবর্ষী বৃদ্ধা যদুলাল বাইন

প্রবাহ ডেস্ক :

গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দাদু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন সুলতানাবাদ ইউনিয়নস্থিত কোয়রকান্দি বায়ান বাড়ীর শতবর্ষী বৃদ্ধা যদুলাল বায়েন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ (একশত দশ) বছর। মৃত্যুকালে এক সহোদর ভ্রাতা রঙ্গলাল বাইন এবং মনিন্দ্র চন্দ্র সরকার (৫৭) ও বাবুল চন্দ্র সরকার (৫৪) কে দুই পুত্র ও মনি রাণী সরকার (৪৪) কে এক কন্যা এবং নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ওইদিন সন্ধ্যায় কোয়রকান্দি সার্বজনীন মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img