পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে দেশটির তারকা ক্রিকেটার শোয়েব মালিকের খেলা দেখতে গিয়েছিলেন তার নতুন স্ত্রী সানা জাভেদ। আর সেখানেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। সানাকে দেখেই মাঠের দর্শক গ্যালারি থেকে ‘সানিয়া মির্জা’ ‘সানিয়া মির্জা’ স্লোগান ওঠে। এতে প্রচণ্ড বিরক্ত হন সানা।
ঘটনাটি ঘটেছে গত রোববার (১৮ ফেব্রুয়ারি)। এদিন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের মুখোমুখি হয় মুলতান সুলতান। ম্যাচটিতে করাচির হয়ে মাঠে নেমেছিলেন শোয়েব আর স্বামীর খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন সানা।
খেলা চলাকালে মাঠে বাউন্ডারির সামনে সানাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই গ্যালারিতে থাকা দর্শকরা শোয়েবের প্রাক্তন স্ত্রী ভারতীয় টেনিস তারকা ‘সানিয়া মির্জা’র নামে স্লোগান দিতে থাকেন। এতে সানা বেশ বিরক্ত হন, যা ক্যামেরাতে ধরা পড়ে।
এখানেই শেষ নয়, ওই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নেটিজেনরা মেতে ওঠেন আলোচনা-সমালোচনায়।
প্রসঙ্গত, শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদ। এর আগে শোয়েব আয়েশা সিদ্দিকী ও সানিয়া মির্জাকে বিয়ে করেন। প্রথম দুজনকে তালাক দিয়ে এখন সানার সঙ্গে ঘর বেঁধেছেন শোয়েব।