1:57 am, December 24, 2024

দ্বিতীয়বার বিয়ে করলেন পেসার আল আমিন

চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ক্রিকেটার আল আমিন হোসেন। এরই মধ্যে এক খবরে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো এই পেসার। দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নববধূর নাম ফারজানা আক্তার প্রীতি। বাড়ি কুষ্টিয়া জেলায়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানার আক্তার প্রীতির সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) হবে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

প্রথম সংসারটা সুখের হয়নি আল আমিনের। ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এসে ডিভোর্স দেন। পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত হন এ ক্রিকেটার। এ মামলায় আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল তাকে।  

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনামে ছিলেন আল আমিন। প্রথম সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে আলআমিনের।

চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন পেসার আল আমিন। উইকেট নিয়েছেন ৮টি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img