1:46 am, December 24, 2024

অভিনয় ছাড়ছেন আনুশকা !

মেয়ে ভামিকা হওয়ার পর অভিনয় কমিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি তার কোল জুড়ে এসেছে পুত্র অকায়। শোনা যাচ্ছে, এবার পাকাপাকিভাবেই অভিনয় ছেড়ে দিচ্ছেন ক্রিকেটার বিরাট কোহলি ঘরণী আনুশকা। 

মূলত ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা মুখের কথা নয়। তবে ভামিকার জন্মের পর একটি ছবির শুটিং শেষ করেন আনুশকা। সেই সিনেমার নাম ‘চাকদহ এক্সপ্রেস’। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম সিনেমা। 

তবে গত দুই বছর ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে বেশ সরিয়েই নিয়েছেন বিরাট-পত্নী। তবে মুক্তি বাকি রয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’-এর। শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে মুক্তি পাবে এই সিনেমা। 

এদিকে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, আর খুব বেশি অভিনয় করবেন না। হাতেগোনা ছবি করবেন। বড় জোর বছরে একটা। 

হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত? এর উত্তরে আনুশকা জানান, এই মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরো বেশি করে। এছাড়া এখন আবার তাদের জীবনে রয়েছে অকায়ও।

আনুশকার এমন উক্তিতে অনেকেরই ধারণা, এবার হয়তো পুরোপুরি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img