হিন্দি গানের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। তার গান মানেই জমজমাট আসর। কিন্তু নেহার দাম্পত্য জীবনে এখন কি ভাঙনের সুর বাজছে? এমন গুঞ্জন ভাসছে বাতাসে।
শোনা যাচ্ছে, তার চেয়ে আট বছরের ছোট রোহনপ্রীত সিংয়ের সঙ্গে নেহার সংসার ভাঙনের মুখে পড়েছে। তবে নেহা উড়িয়ে দিয়েছেন সে গুঞ্জনকে।
পেশায় গায়ক রোহনের সঙ্গে নেহার দেখা হয়েছিল চণ্ডীগড়ে। দেখা থেকে ভালো লাগা, এরপর প্রেম এবং সবশেষে ২০২০ সালের অক্টোবরে ধুমধাম করে বিয়েটা সেরেই ফেলেন তারা।
এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত বছর নেহার জন্মদিনের সময় শোনা যায় অন্য কথা। গুঞ্জন ওঠে, ফাটল ধরেছে নেহা-রোহনের দাম্পত্য জীবনে। এর কারণ হিসেবে উঠে আসে দুজনের দুজনকে ছাড়া বিভিন্ন আয়োজনে ও স্থানে উপস্থিত হওয়ার বিষয়টি। কেননা বিয়ের পর থেকে বিদেশে অনুষ্ঠান হোক কিংবা রিয়েলিটি শো — সব জায়গাতেই নেহার সঙ্গী ছিলেন রোহন।
শোনা যায়, নেহার নাকি বনিবনা হচ্ছে না আট বছরের ছোট স্বামীর সঙ্গে। অবশ্য এরই মাঝে বেশ কয়েকবার এমন খবরও রটে যে, গায়িকা অন্তঃসত্ত্বা।
এমন গুজবের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা সাফ জানিয়ে দিয়েছেন, লোকে তাদের দাম্পত্য নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, যেটা খুবই দুঃখজনক। এসময় স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দেন এই বলিউড গায়িকা।
নেহা বলেন, আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেয়। আমি তাদের খুব বেশি পাত্তা দিই না। আমাদের দিকের গল্পটা কেবল আমার জানা।
তিনি আরো জানান, একটা সময় তিনি তার পুরো ধ্যানজ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন। তবে এখন পুরোদমে কাজে ফিরেছেন এবং সেদিকেই মন দিতে চান।
সবশেষে নেহার উক্তি, আমার স্বামীকে আমি এখনো আমার একটা সময়ের বড় অংশ দেয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গেছে, তাই আবারো কাজে মনোযোগী হতে চাইছি।
সূত্র : আনন্দবাজার।