ঝিনাইদহের মহেশপুরে চন্দ্রমল্লিকা ফুলবাগানে বিদ্যুতের লাইন টানার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে অভি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটেছে।
নিহত অভি উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
প্রতিবেশীরা জানান, নিজেদের চন্দ্রমল্লিকা ফুলবাগানে বিদ্যুতের লাইন টানার সময় অভি বিদ্যুৎপৃষ্ট হয়ে বাগানেই মৃত অবস্থায় পড়ে ছিলো। পরে পরিবারের লোকজন মৃত অবস্থায় অভিকে খুজে পায়। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, নিজেদের ফুলবাগানে বিদ্যুৎ লাইন টানতে গিয়েই অভির মৃত্যু হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনকে জানানো হয়নি।