নোয়াখালীর সুবর্ণচরে অভাব অনটনে পড়ে হরিহর মজুমদার (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার চর বজুলল করিম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হরিহর ওই গ্রামের মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিহর কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ছিলেন। অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। অভাব অনটনের কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।