1:34 am, December 24, 2024

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে ১৪ জনের মৃত্যু, আহত ২১

ভারতের মধ্য প্রদেশে একটি পিকআপ উল্টে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ জন। স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্য প্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল। কিন্তু পথিমধ্যেই ওই দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, লোকজনকে বহনকারী পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপারও।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে ডিন্ডোরি পরিদর্শন করবেন রাজ্যের মন্ত্রী সাম্পতিয়া উইকে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলার দুর্ঘটনায় বহু মানুষের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং হতাহতদের পরিবারের সদস্যরা যেন এই শোক সহ্য করতে পারেন সেজন্য প্রার্থনা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি চার লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যাবিনেট মন্ত্রী সাম্পতিয়া উইকে ডিন্ডোরিতে পৌঁছেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img