1:42 am, December 24, 2024

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেখানে আরো ১১টি ইউনিট যোগ দিয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

রাত পৌনে ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪ জন আহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাততলা ভবনের দ্বিতীয় তলায় প্রথম আগুন দেখা যায়। পরে তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের প্রতিটি ফ্লোরেই রেস্টুরেন্ট রয়েছে। আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে বেশ কিছু মানুষ আটকে পড়ে। তাদের মধ্যে অন্তত দুজনকে নামিয়ে আনতে দেখা গেছে।

ভেতরে কেউ আটকে আছে কিনা তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যারা আটকে আছে তাদের উদ্ধারের চেষ্টা চরছে।

মারুফ নামে একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, এই সময়ে রেস্টুরেন্টগুলোতে অনেক কাস্টমার থাকে। কতজন আটকা পড়েছে, তা বলা যাচ্ছে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img