রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ মার্চ) সকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া এ ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারপ্রধান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। পরে আগুন ওই ভবনের অন্যান্য তলায়ও ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালাতে থাকে। পরবর্তীকালে রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুই ঘণ্টা স্থায়ী এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪৩ জন। দগ্ধ এবং আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার রাত ২টার দিকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।