দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার কলেবর বড় হচ্ছে। আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বর্ধিত মন্ত্রিসভার সদস্যরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্ধিত মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ, শহীদুজ্জামান সরকার ও নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া সংরক্ষিত নারী আসনের মধ্য থেকে সংসদ সদস্য শামসুন্নাহার চাপা, ওয়াশিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও ডা. রোকেয়া সুলতানাও মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন।
এরই মধ্যে ফোন পেয়েছেন ওয়াশিকা আয়েশা খান, শহীদুজ্জামান সরকার ও নজরুল ইসলাম চৌধুরী।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বর্তমান মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী আছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।