1:57 am, December 24, 2024

বাসাইলে ট্রাক চাপায় এসআই নিহত

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকচাপায় মো. ইউনুস আলী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ইউনুস আলীর বাড়ি টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিলেন ইউনুস। বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img