1:17 am, December 24, 2024

নাগরপুরে ১ হাজার পিস ইয়াবাসহ বেজি গ্রুপের প্রধান গ্রেফতার

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে। 

গতকাল রোববার (২৪ মার্চ) রাতে নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে বুলেটকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমের নেতৃত্বে এসআই মামুন, এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের অভিযান পরিচালনা করেন।

আজ সোমবার (২৫ মার্চ) নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রোববার রাতে বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img