প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ৪৩০ বস্তা ভারতীয় চিনিভর্তি ২ ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে ২ টি ট্রাক এবং তাদের আটক করা হয়।
এ ব্যাপারে কালিহাতী থানার (এস.আই) মিন্টু ঘোষ বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ৪৩০ বস্তা ভারতীয় চিনিসহ ২টি ট্রাক কালিহাতী উপজেলার এলেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে ২টি ট্রাকসহ ৭ জনকে আটক করে তারা।
চিনি আমদানির ব্যবসায়ীক কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। আটককৃত সবাইকে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অবৈধভাবে ভারতীয় চিনি পরিবহনের জন্য আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।