প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ’৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠন “সতীর্থ ’৮৮” এর উদ্যোগে দুস্তদের মাঝে ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে শহরের নিরালা মোড়ের খালপাড়া রোডের নিজস্ব অফিস থেকে ১২০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- পোলও এর চাল, সেমাই, চিনি, দুধ, সয়াবিন তেল, লবণ, আলু, পেয়াজ, গরম মসলা, সাবান ও মাংস কেনার জন্য টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সতীর্থ ’৮৮ এর সহ-সভাপতি মো. শহিদুল্লাহ কায়ছার সুমন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, সতীর্থ ’৮৮ এর ঈদ সামগ্রী বিতরণ উপ-কমিটির আবহ্বায়ক এডভোকেট মির্জা আরিফ ইখতিয়ার খোকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সতীর্থ ’৮৮ এর ঈদ সামগ্রী বিতরণ উপ-কমিটির সদস্য সচিব মোস্তাক আহম্মেদ রানা।