কালিহাতী প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু.মুনসুর হেলাল বাদশার সঞ্চালনায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিল আয়োজন করে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী-লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনছার আলী বিকম,ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুল্কা, সাবেক ছাত্রনেতা শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মাসুদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম নুরুল আলম খসরু, আসলাম সিদ্দিকী ভুট্রো, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.নুরুনবী সিদ্দিকী, মহিলা বিষয়ক সদস্য ফাতেমা খাতুন বৃষ্টি, আব্দুল্লাহ সরকার, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারেক আহমেদ, রিপোর্টার্স ইউনিটির কার্যকারী সদস্য রশিদ আহমেদ আব্বাসী, দাশ পবিত্র প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।