প্রবাহ ডেস্ক :
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন পুরুষ, এক জন নারী ও একজন শিশু।বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পল্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
তারা হলেন- মো. বেলাল (৩০), তার স্ত্রী মুক্তা (২৬) ও তাদের শিশুসন্তান মাইসা (৩)। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। নিহত অন্য দুজন হলেন- ঠাকুরগাঁওয়ের রবিউল(১৯) ও পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এমভি তাশরিফ–৪ ও এমভি পূবালী–১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিলো। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ–৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা নদীবন্দর ট্রাফিকের (সদরঘাট) যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ৫ জন মারা গেছেন। আরো দুই জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।
তবে তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেননি তিনি।