প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক সঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন সুমনা আক্তার (২৬) নামের এক গৃহবধূ।
তবে জন্মের পরে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি ছয় সন্তান জন্ম দেন।
সুমনা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকার ফরহাদ মিয়ার স্ত্রী।
প্রবাসীর মামা শাহজাহান মিয়া জানান, সকালে ব্যথা উঠলে সুমনা আক্তারকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তার পেটে ছয়টি বাচ্চার বিষয় নিশ্চিত হন।
পরে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি মেয়ে ও দুটি ছেলে প্রসব করেন তিনি। জন্মের কিছুক্ষণ পর ছয় নবজাতক মারা যায়।
এ ব্যাপারে বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ছয় সন্তান জন্মের বিষয়টি শুনেছি।
জন্মের পর তারা মারাও গেছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।